গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী কায়দায় বাড়ীতে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় ২ জন আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের হামিদপুর চিত্তিপাড়া গ্রামের মৃত্যু হাসেন আলীর পুত্র বাছেদ সরকারের সহিত একই গ্রামের আফছার আলীর পুত্র নূরুল ইসলাম এর মধ্যে দীর্ঘ দিন যাবত বাছেদের বসতবাড়ী নিয়ে বিরোধ চলে আসছিল এবং উভয় পক্ষের মামলা চলমান রয়েছে। এই মামলার জের ধরে মঙ্গলবার রাত ১১টায় প্রতিপক্ষ নূরুল ইসলামের নেতৃত্বে এক দল সন্ত্রাসী নিয়ে অর্তকিত ভাবে বাছেদের বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে এসময় বাড়ীতে থাকা দুই নারী বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে টানা হেচড়া সহ বেদম মারপিট করে আহত করে। এ খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।