
জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম নগর কমিটির বহিষ্কৃত সভানেত্রী মনোয়ারা বেগম মনিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সংসদ।
আজ রোববার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, মহাসচিব বরাবরে আবেদনের প্রেক্ষিতে মনোয়ারা বেগম মনির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এখন থেকে তিনি নগর মহিলা দলের সভানেত্রীর দায়িত্ব পালন করবেন। দলকে শক্তিশালী করতে তিনি কাজ করবেন বলে আমরা আশা করছি।
নগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা বলেন, মনি ফিরে আসায় দল শক্তি ফিরে পেলো। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান হবে।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে প্রশংসা করে বক্তব্য দেওয়ায় ২০১৯ সালের ৫ অক্টোবর মনোয়ারা বেগম মনিকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় সংসদ। তার পরিবর্তে ভারপ্রাপ্ত সভানেত্রী করা হয় দলের সিনিয়র সহ-সভানেত্রী ফাতেমা বাদশাহকে।
মনোয়ারা বেগম মনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বাগমনিরাম, জামালখান ও লালখান বাজার ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। গত ৪ অক্টোবর নগরীর লালখান বাজার এলাকায় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোয়ারা বেগম মনি চসিক মেয়র পদে বর্তমান মেয়র আ জ ম নাছিরকে আবারও নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।এরপর দল থেকে বহিষ্কার হওয়া মনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। ১৫ জানুয়ারি দেশে ফিরে তিনি আবার নিজ নির্বাচনী এলাকায় কর্পোরেশনের নিয়মিত কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন।