গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট সড়কে স্কুল ছাত্রী তানিম (৫) নিহত হয়েছে। নিহত তানিম রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগা গ্রামের আবেদ আলী মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নাকাইহাট হতে আসা দ্রুতগতির একটি অবৈধ নছিমন আসছিল। নিহত তানিম স্কুল থেকে বাড়ী ফেরার পথে রাস্তা পাড়াপাড়ের সময় নছিমন চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।