
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
তিনি বলেন, ওইদিন দুপুর ২টায় এ সমাবেশ হবে।
মির্জা ফখরুল জানান, ৮ ফেব্রুয়ারি বেগম জিয়ার কারাবন্দির দুই বছর হতে যাচ্ছে। এসময় খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে উল্লেখ করে সরকার পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করা হয়। কারাগারে বিএনপি চেয়ারপার্সনের কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে।