গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে অম্লান করে রাখার লক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু’র একটি ভাস্কর্য নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৬ মে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট আলহাজ্ব ফজলে রাব্বী মিয়া এমপি প্রধান অতিথি হিসেবে ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী এমদাদুল হক মোল্লা, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমূখ।
ভাস্কার্য নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালিত হয়।