
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বৃহস্পতিবার দিবাগত রাতে বিষধর সাপের কামড়ে হাফিজার রহমান নামের (৭০) এক ব্যক্তির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মহিমাগঞ্জ বাজারের পার্শ্ববর্তী ছয়ঘরিয়া গ্রামের মৃত জামাতুল্লাহ প্রধানে ছেলে হাফিজার রহমান রাতে তীব্র গরমের কারণে বাড়ির পাশে পুকুরপাড়ে যান শীতল বাতাসের জন্য। এ সময় পুকুরপাড়ের একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রাত ১০টার দিকে সে মারা যায়। ২৬ মে শুক্রবার বেলা ২টায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সস্পন্ন করা হয়।