
দিনাজপুর প্রতিনিধিঃ
হিলি ইমিগ্রেশন চেকপোস্টে করোনা ভাইরাসের সতকর্তা প্রতিরোধে লিফলেট বিতরণ, মৌখিক পরামর্শ দিয়েই দায় সারছেন স্বাস্থ্য বিভাগ। মেডিকেল টিম গঠন করা হলেও কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। শুধু লিফলেট বিতরণ, শরীরে কোনো রোগ আছে কি না এমন জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ মেডিকে টিমের কার্যক্রম। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। দেশের দ্বিতীয় বৃহত্তর হিলি স্থল বন্দর
ভারতের বিভিন্ন রাজ্য থেকে আমদানিকৃত পণ্য নিয়ে যেসব ট্রাক হিলি চেকপোস্ট দিয়ে বন্দরে প্রবেশ করছে, সেসব ট্রাক চালক, হেলপার,পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি অদ্যাবধি বাইরাস নির্ণয়ে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শারীরিক স্ক্রিনিং করার যন্ত্রেরও কোনো ব্যবস্থা নেই মেডিকেল টিমের কাছে। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুস সাইদ বলেন, পাসপোর্ট যাত্রীদের লিফলেট বিতরণসহ মৌখিক পরামর্শ দেয়া হচ্ছে। সেই সঙ্গে সর্দি-কাশি ও জ্বরে আক্তান্ত যাত্রীদের নাম লিপিবদ্ধ করা হচ্ছে। চীন থেকে ভারত হয়ে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে কি না তা বিশেষ ভাবে মনিটরিং করা হচ্ছে। হিলি ইমিগ্রেশন ওসি মোঃ রফিকুজ্জামান জানান, করোনা ভাইরাস আতঙ্কে হিলি ইমিগ্রেশনে চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা অনেকটা কমে গেছে। এদিকে পাসপোর্ট যাত্রীরা বলছেন, স্বাস্থ্য বিভাগের মেডিকেল মি শুধুমাত্র লিফলেট বিতরণ, মৌখিক পরামর্শ দিয়েই দায় সারছেন। কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা করার ব্যব্স্থা গ্রহণ করা হয়নি।