
ডেন্ডাবরের নতুনপাড়া এলাকায় গোপন বৈঠক করার সময় সাভারের আশুলিয়া থেকে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় কাশেমের মোড় থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- টিপু সুলতান (হাত কাটা টিপু), হামিদ, লিটন, ইশতিয়াক, আব্দুল হালিম বাবু, আরিফ খান ও রাসেল খান। তাদের নামে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, রাতে আমাদের সোর্স সংবাদ দেয়, ডেন্ডাবরের নতুনপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছেন।এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করা হয়।