যুক্তরাজ্যের ম্যানচেস্টারের আত্মঘাতী হামলাকারী সালমান রামাদান আবেদির বাবা ও ভাইকে গ্রেফতার করেছে লিবিয়ার পুলিশ। খবর এএফপি’র।
বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সালমানের জন্ম লন্ডনে হলেও তাদের আসল বাড়ি লিবিয়ার ত্রিপোলিতেই। ম্যানচেস্টারে বিস্ফোরণের পর সালমানের নাম উঠে আসতেই তার পরিবারের খোঁজে সক্রিয় হয় ব্রিটিশ প্রশাসন। লিবিয়ার পরিবারটির ম্যানচেস্টারের ঠিকানায় কারও খোঁজ না মেলায় যোগাযোগ করা হয় লিবিয়ার প্রশাসনের সঙ্গে।
বুধবার লিবিয়ার পুলিশের সন্ত্রাস দমন শাখা ত্রিপোলির বাড়ি থেকেই সালমনের বাবা আবু ইসমাইল ও ভাই হাশেম আবেদিকে গ্রেফতার করে।
তবে কেন রামাদান আবেদিকে গ্রেফতার করা হল, সে বিষয়ে লিবিয়া পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শুধু লিবিয়া পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাশেমের সঙ্গে রীতিমতো যোগাযোগ ছিল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের।
ম্যানচেস্টারে জঙ্গি হামলার পরই আত্মঘাতী জঙ্গি সালমানের নাম উঠে আসে। তার পরিচয় জানার চেষ্টা করে পুলিশ।
ম্যানচেস্টারের মুসলিম সম্প্রদায়ে এক প্রবীণ সদস্য জানিয়েছেন, আবেদির ভাই আর বাবা নিয়মিত মসজিদে গেলেও তাকে খুব একটা দেখা যেত না। আইএসের প্রতি সমর্থন রয়েছে ২০১৫ সালে এমনটা জানানোর পর তার মসজিদ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আর এ সময় থেকেই সে নজরে পড়ে পুলিশের। সন্দেহভাজনের তালিকায় থাকা সত্ত্বেও গোয়েন্দা ও পুলিশের নজর এড়িয়ে আবেদি কীভাবে এত হামলা চালালো সেই প্রশ্নই এখন উঠছে।সূত্র- বাসস