জেলার জলঢাকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩০) ও লোকমান হোসেন (৩৬) নামের ২ মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জলঢাকা পৌর শহরের পেট্রোল পাম্প এলাকায় জলঢাকা-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বাড়ি জেলার ডিমলা উপজেলার ছাতনাই গ্রামে বলে পুলিশ জানায়।
এ ঘটনায় আহত হয়েছেন, নিহত রফিকুলের ছেলে রিয়াদ খান (১০), ছোটভাই রুবেল (২০), বাবা শাহানুর ইসলাম (৫৫) ও প্রতিবেশী সানোয়ার (৪০)। তারা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জলঢাকা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মমতাজুল ইসলাম জানান, শুক্রবার ঢাকা খেকে একটি মাইক্রোযোগে (চট্টগ্রাম মেট্রো চ-১১-২৯৬৬) তারা ডিমলা উপজেলার ছাতনাই গ্রামে নিজ বাড়িতে আসছিলেন। রাত আড়াইটার দিকে রংপুর-জলঢাকা সড়কের পেট্রোলপাম্প এলাকায় পৌঁছলে সেখানে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-৭৩৪০) সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে ওই ২ ব্যক্তি নিহত হন। এসময় আহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জলঢাকা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নিহত রফিকুল এবং তার প্রতিবেশী আহত সানোয়ার দেশের বাইরে থাকেন। তারা দুজনে একত্রে দেশে ফিরলে পরিবারের লোকজন আনতে ঢাকায় যান। সেখান থেকে রাতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত রফিকুলের বাবা, ভাই ছেলে ও প্রবাসী সানোয়ার আহত হয়েছেন। অপর নিহত লোকমান হোসেন নিহত রফিকুলের বন্ধু অথবা মাইক্রোবাসের চালক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।সূত্র- বাসস