
এবার সাকিব আল হাসানের পরিবারের জন্য নিজ হাতে রান্না করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই বিষয়টি প্রকাশ করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
স্ট্যাটাসে শিশির লিখেছেন, ‘যখন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্তসূচি থেকে সময় বের করে আমার জন্য রান্না করেন, তখন এর চেয়ে বেশি ধন্য হওয়া সম্ভব নয়। গতকাল দুপুরে তার বাসায় গেলে তিনি আমায় জিজ্ঞেস করেন, আমার প্রিয় খাবার কী কী? আর তিনি বলেন, তিনি নিজ হাতে সব রান্না করে আমার জন্য পাঠিয়ে দেবেন। আসলে তখন নিজের আর কোনো ইচ্ছা পূরণের বাকি থাকে না। আমি যেন এখন চাঁদের ওপর ভাসছি। আমার জীবনের সেরা লাঞ্চ ছিল এটি। উনার এত যত্ন আর ভালোবাসাপূর্ণ আতিথেয়তার জন্য আমি উনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না।’