
গাইবান্ধা জেলার ফুলছড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে ফুলছড়ি থানার চন্দিয়া বাজার এলাকায় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল”এর
সদস্য মোঃ নুরে আলম সাজু (৩৪), পিতা-মোঃ মন্টু মিয়া, সাং-ধনার পাড়া, থানা-ফুলছড়ি, মোঃ সোহরাব খন্দকার (৩৪), পিতা-মৃত আঃ বাকী খন্দকার, সাং-আরিফ খাঁ বাসুদেবপুর, এবং মোঃ জহুরুল ইসলাম (৫০), পিতা-মোঃকাজীমুদ্দিন মন্ডল, সাং-দূর্গাপুর, উভয় থানা-গাইবান্ধা সদর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্তরা জানায়, তারা ২০০৬ সাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল”এর গাইবান্ধা অঞ্চলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতো। এছাড়াও তাদের সহযোগী অন্যান্য সদস্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।