
অসহায়, দু:স্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে আজ ২২ জানুয়ারী বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ডিগ্রী কলেজ মাঠে ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় বেলকা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সরকার, জেলা আ’লীগ দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, বেলকা ইউনিয়ন আ’লীগ সভাপতি ওসমান সরদার প্রমূখ। এ কর্মসূচির আওতায় জেলার ৭টি উপজেলায় ৪ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।