ধরা খেলেন গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পার্শ্ববর্তী উপজেলা পলাশবাড়িতে এক বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ে এখন সে শ্রীঘরে।
মামলার বিবরনে জানা যায়, গত ২০ জানুয়ারী রফিকুল ইসলাম পলাশবাড়ি উপজেলার গৃধারীপুর (চকপাড়া) গ্রামের এ এইচ এম মিলন আহমেদের স্ত্রী মিতু বেগম (৩০) কে তার শিক্ষক স্বামীর অনুপস্থিতিতে বেলা ২টার দিকে বাড়িতে প্রবেশ করে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার স্বামী বাসায় আসলে প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হয়ে যেতে দেখলে মিলন ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখতে পায়। মিতু ঘটনাটি স্বামী মিলনকে বললে সে দ্রুত স্থানীয় জনগনের সহযোগিতায় বন্ধু ধর্ষক রফিকুলকে ধরতে সক্ষম হয়। এ সময় রফিকুলকে উত্তেজিত জনতা বেদম মারপিট করে স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক রফিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা নং ১৬ তা: ২০/০১/২০ স: ই: ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সং/০৩) এর ৯(১) ধারায় রফিকুলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ আসামী রফিকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
অপরদিকে, এ ঘটনায় এলাকাবাসীর মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।