
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী বছর ২০২০ এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০’ আগামী ১৭ জানুয়ারী থেকে সারাদেশব্যাপী একযোগে শুরু করার লক্ষ্যে আজ ১৪ জানুয়ারী মঙ্গলবার গাইবান্ধায় এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য এ র্যালীটির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক।
এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা সভাপতি গোলাম মারুফ মনা, সহ-সভাপতি সরোয়ার হোসেন শাহীন, এমারুল ইসলাম সাবিন, মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, সিরাজুল ইসলাম, মজিবুর রহমান প্রমুখ।
এ সময় প্রাক্তন খেলোয়াড়সহ ফুটবল ফেডারেশনের অধীনে বিভিন্ন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।