এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজিয়া বেগমের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, পৌর মেয়র আব্দুলা আল-মামুন, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর প্রমূখ। ফাইনালে বঙ্গবন্ধু টুর্নামেন্টে শান্তিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-২ গোলে কাঠগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। বঙ্গমাতা ফজিলাতুন নেছা টুর্নামেন্টে ধুবনী কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার সুচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। পরে বিজয়ী ও বিজীত খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অথিতিবৃন্দ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইউএনও এসএম গোলাম কিবরিয়া ও সহকারি শিক্ষক গোলাম রব্বানী।