গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলমগীর গনি বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য না থাকায় পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। তিনি সব কিছু ভুলে গিয়ে মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়েন কাজ করার আহবান জানান।
গত মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার ইউনিট কার্যালয়ে এক মত বিনিময় সভায় উপরোক্ত কথাগুলি বলেন।
জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ ইউনিট এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধানরণ সম্পাদক আব্দুল খালেক মন্ডলের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ আলম সরকার সাজু, মোয়াজ্জেম হোসেন আকন্দ, আলমগীর হোসেন, নূর আলম আকন্দ, তারাজুল ইসলাম, বাবু কালামানিক দেব, বি,কম, শিখারানী দত্ত, মোস্তাফিজার রহমান ও সাইদুল ইসলাম প্রমূখ।