গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুর্নবাসনের লক্ষ্যে ২০১৬-২০১৭ অর্থ বছরের ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য ব্যয় বরাদ্দ প্রাপ্ত অর্থের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক প্রদান করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। এসময় ইউপি চেয়ারম্যানগণসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।