চট্টগ্রামের সীতাকুণ্ডে এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য মো. আলমগীর হোসেন (২৪) এবং অন্যজনের নাম শহিদুল ইসলাম (২৭)।
বারআউলিয়া হাইওয়ে থানার এএসআই মো. শফিউল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানিয়েছেন, ডিআইজি’র প্রটোকলের দায়িত্বে ছিলেন কনস্টেবল আলমগীর। কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন।