গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় প্রর্দশনের পর ক্ষণগণনা”এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি বিকালে উপজেলা কুঠিবাড়ী মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মঃ সাধারন সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান।
উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাজির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার খালেদুর রহমান, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল জুয়েলের সঞ্চালনায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার বিপ্লব কুমারদে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমারদে, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশাদুল ইসলাম, অধ্যক্ষ বশির আহাম্মেদ, অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, গুমানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইউপি সদস্য আজমল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাকিব খান লেবু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী বৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনষ্ঠান অনষ্ঠিত হয়।