
মোস্তফা পীরগঞ্জ প্রতিনিধি:( রংপুর) :
রংপুরের পীরগঞ্জে জমি চাষা মহেন্দ্রে চাপায় এক বৃদ্ধ তসের উদ্দিন(৭০) নিহত হয়েছেন । এ দুর্ঘটনা ঘটে বৃহ¯পতিবার সকাল ৮.৩০ ঘণ্টা উপজেলার স্বরলিয়া গ্রামে। জানা যায় গাড়ির মালিক আশরাফুল মিয়া(৩২), পিতা: মৃত. কদ্দুস মাষ্টার, গ্রাম: জামালপুর থানা: পীরগঞ্জ, জেলা: রংপুর সে কিশোরি ড্রাইভার কে দিয়ে গাড়ি চালায়। প্রতিদিনের ন্যায় সেই কিশোর ড্রাইভার দিয়ে জমি চাষার উদ্দেশ্যে রওনা হয়। জানাযায় ঐ গাড়িতে গাড়ির মালিক ও কিশোর ড্রাইভার উভয়ে ছিল। গাড়ির মালিককে প্রশ্ন করলে তিনি জানান ঐ বৃদ্ধের চাদর ফলার বাম্বপারে লেগেছিল। তিনি বলেন গাড়ির লাঙ্গলের ফলা বন্ধ ছিল। কিন্তু কিভাবে ফলা ঘুরলো গাড়ির মালিক ও ড্রাইভার তা তারা জানে না। দুর্ঘটনার পর কিশোর ড্রাইভার পালিয়ে যায় । তবে এলাকাবাশী ঐ ঘাতক গাড়ি ,ও গাড়ির মালিককে আটক করেন।
পুলিশকে ও এলাকাবাসী জানায়, স্বরলিয়া গ্রামের তসের উদ্দিন বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে সীম ও হলুদ বিক্রয়ের উদেশ্যে হাটে যাচ্ছিলেন । এ সময় জমি চাষা মহেন্দে চালক কিশোর কৃষ্ণপুর গ্রামের রায়হান(১২)পিতা: শাহারুল বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তসের উদ্দিনের মৃত্যু হয় এবং জমি চাষা মহেন্দে ফলায় নিহত বৃদ্ধের দেহ ক্ষত বিক্ষত হয় । পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে ফলা থেকে মরাদেহ বের করে । পুলিশ মরদেহের অংশ গুলো উদ্ধার ও জমি চাষা মহেন্দেসহ কিশোর রায়হানকে আটক করেছে । ততক্ষণ পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।