
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা বিক্ষোভ সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদেশে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
বগুড়া
বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপি।জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মোঃ শোকরানা, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, ফজলুল বারী তালুকদার বেলাল, লাভলী রহমানসহ দলে
ফরিদপুর
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরে কোর্ট পাড় এলাকায় এ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, দেলোয়ার হোসেন দিলা, অ্যাড. হাফিজুর রহমান। পরে পুলিশ এসে সমাবেশ বাধা দিলে তা পণ্ড হয়ে যায়।এসময় পুলিশ বিএনপির অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করে। আটকৃতরা হলো- মোজাম্মেল হোসেন খান মিঠু, লিটন বিশ্বাস, রুহল আমিন, আরিফুল ইসলাম, আলমগির হোসেন রাজু প্রমুখ।
বরিশাল
বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। সেখানে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে অশ্বিনী কুমার হল চত্বর ত্যাগ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বানুমতি ছাড়া বিএনপির নেতাকর্মীরা মিছিল করতে চাইলে বাধা দেওয়া হয়েছে।সূত্র- আরটিএনএন