
“আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত সমাজ গড়ি- মাদকের বিরুদ্ধে রুখে দাড়াই ” এই প্রতিপাদ্যে কারাবন্দিদের নিয়ে গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও জেলা কারাগারের আয়োজনে কারাগার চত্বরে আজ ৬ জানুয়ারী সোমবার জেলা কারাগারে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেল সুপার মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও মাদক পরিহার করে স্বাভাবিক জীবন গঠনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিউর রহমান, আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা সহ জেলা কারাগারের ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।