
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী আগে অনেক বড় বড় ঘটনা তদন্ত করে বের করেছে। এবারও দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার দোষীদের আইনের আওতায় আনা হবে।
সোমবার বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেয়েটির অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থা তদন্ত করছে। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, রোববার রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে ঢাবির ওই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। রাতেই রাজপথে নামে সাধারণ শিক্ষার্থীরা।