1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মের নামে নৃশংসতা: মানবতা ও ইসলামের চরম অবমাননা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ গোবিন্দগঞ্জে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দো’আ ও মোনাজাত তারাগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হাদী হত্যার বিচার দাবিতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ইন্তেকাল করেছেন শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন তারেক রহমান ওসমান হাদির মৃত্যুতে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ নুরানী তা’লীমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশ-এর পলাশবাড়ী কার্যালয় ও দারুল কুরআন মাদ্রাসার শুভ উদ্বোধন গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

ইসলামী আলোচক মিজানুর রহমান আযহারী বুধবার পীরগঞ্জে আসছেন ।

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
  • ২৯ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ মোস্তফা মিয়া, পীরগঞ্জ( রংপুর) ঃ
আগামী ৮ জানুয়ারী বুধবার প্রসিদ্ধ ইসলামী আলোচক মিজানুর রহমান আযহারী রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নে আসছেন । তিনি এ দিন চতরা হাটের অনতিদুরে আলতাব নগর মাঠে এক তাফসীরুল কোরান মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ।
এদিকে মিজানুর রহমান আযহারীর আগমনের সংবাদে শুধু পীরগঞ্জ নয় পার্শবর্তী মিঠাপুকুর, পলাশবাড়ী, সাদুল্লাপুর, ঘোড়াঘাট উপজেলা সহ উত্তরাঞ্চলের আরও ক’টি উপজেলার ধর্মপ্রান মুসল্লী সহ সর্বস্থরের নারী পুরুষের মাঝে যেন এক উৎসবের আমেজ বইছে । সকলেই অপেক্ষা করছেন প্রখ্যাত এ ইসলামী আলোচকের আগমনের জন্য ।
আলতাফ নগর মাঠে অনুষ্ঠেয় তাফসীরুল কোরান মাহফিল বাস্তবায়ন কমিটির দায়িত্বশীল ব্যাক্তি নুরুল ইসলাম চৌধুরী সহ একাধিক ব্যাক্তির সাথে রোববার কথা বলে জানা গেছে, সুষ্ঠ ভাবে এ কোরান মাহফিল স¤পন্যের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি স¤পর্ন্য করা হয়েছে । আয়োজক কমিটির ধারনা এ মাহফিলে ৪/৫ লাখ লোকের সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে । আর সে সম্ভাবনা নিয়ে সে ভাবে প্রস্তুতিও গ্রহন করা হয়েছে । তারা জানান, প্রাচীর বেষ্ঠিত আলতাব নগরের মুল মাঠে প্রায় ১ লাখ লোকের আসনের ব্যবস্থা করা হয়েছে । এছাড়া পৃথক ৪ স্থানে প্রজেক্টরের মাধ্যমে মাঠ সংলগ্ন ফাঁকা স্থানে প্রায় ২ লাখ মহিলার, চতরা উচ্চ বিদ্যালয় মাঠে ১ লাখ পুরুষের এবং মাঠের গেট সংলগ্ন পুর্ব পাশে আরও প্রায় ১ লাখ পুরুষের বসার ব্যবস্থা
করা হয়েছে । আগত ব্যাক্তিদের সুবিদার্থে পুরো এলাকায় সাঁটানো হয়েছে শতাধিক মাইক । লোক সমাগমের প্রতিটি স্থানে পুরুষ ও মহিলাদের জন্য নির্মান করা হয়েছে অস্থায়ী পয়ঃনিস্কাশনের ব্যবস্থা । দুর দুরান্তর থেকে যানবাহনে আগতদের জন্যে চতরা কারিগরি কলেজ, চতরা মহিলা কলেজ, নীলদরিয়া উচ্চ বিদ্যালয় ও কারিতাস প্রাথমিক বিদ্যালয় মাঠে করা হয়েছে যানবাহন পার্কিং এর ব্যবস্থা ।
এ ছাড়া আয়োজকেরা মনে করছেন এ কোরান মাহফিলের বিস্তিৃতি হবে পুরো চতরা এলাকায় । তাই আগত লোকজনের সামগ্রিক তত্বাবধানের জন্য এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমম্ময়ে গঠন করা হয়েছে ১ হাজার সদস্য সদস্যা বিশিষ্ট সেচ্ছা সেবক দল । যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সভাস্থল সহ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করবে ২ শতাধিক আনসার ভিডিপি সদস্য সদস্যা ছাড়াও প্রায় ২ শতাধিক পুরুষ ও মহিলা পুলিশ সদস্য । সব মিলে সুষ্ট ভাবে মাহফিল স¤পন্যের লক্ষ্যে যা প্রয়োজন সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছেন আয়োজক কমিটি
। মাহফিল আয়োজক কমিটি আরও জানান, মাহফিলের প্রধান বক্তা মিজানুর রহমান আযহারী ৮ জানুয়ারী সকাল ১১ টায় হেলিকপ্টার যোগে চতরা উচ্চ বিদ্যালয় মাঠে অবতনের পর আলতাব হোসেনের বাস ভবনে বিশ্রাম নিবেন । যোহর নামাজের সময় সভাস্থলে এসে যোহরের নামাজ আদায়ের পর আলোচনা শুরু করবেন এবং বিকাল ৩টার মধ্যে আলোচনা সমাপ্তির সম্ভাবনা রয়েছে । আলোচনার সভাপতিত্ব করবেন আলহাজ্ব আব্দুল গফুর মিয়া ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft