
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে উত্তম চন্দ্র দেবনাথ নামে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে গলাকেটে হত্যায় জড়িত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
আজ ৬ জানুয়ারী বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন গাইবান্ধা জেলা শাখার ব্যানারে আয়োজনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করে তারা। মানববন্ধনে সংগঠনের নেতা কর্মী ও জেলার দলিত সম্প্রদায়ের লোকজনসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেয়।
আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। দিলীপ বাসফোরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অবলন্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সমাজ সেবক জাহাঙ্গীর কবির তনু, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের নীলফামারি জেলা সভাপতি শাওন ভুইমালি,জেলা বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক খিলন রবিদাস, সংগঠনের সদর উপজেলা সভাপতি সুনীল রবিদাস, ফুলছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক বিপুল রবিদাস, দিপলাল, লাল চান রবিদাস, জিতু রবিদাস,নয়ন ভুইমালি প্রমূখ।
এ সময় বক্তরা অবিলম্বে উত্তম চন্দ্র দেবনাথ হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। এর আগে গত ৩১ ডিসেম্বর সন্ধায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে উত্তম চন্দ্র দেবনাথকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।