
দুর্নীতির মামলায় বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে বিচারিক আদালতের দেয়া ১০ ও ৩ বছর এবং তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে তিন বছরের দন্ডসহ অর্থদন্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
১৫৯ পৃষ্ঠার এই রায় সুপ্রিমকোর্টের ওয়েসবাইটে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এখন বিচারিক আদালতে এ রায় রিসিভের তিন মাসের মধ্যে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে।
এর আগে গত ১৯ নভেম্বর দুর্নীতির মামলায় বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে বিচারিক আদালতের দেয়া ১০ ও ৩ বছর এবং তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে তিন বছরের দন্ডসহ অর্থদন্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে আনা আপিল খারিজ করে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে তত্ত্ববধায়ক সরকারের আমলে গুলশান থানায় ২০০৭ সালের ৬ মার্চ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।