
আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির সঙ্গে রাজনৈতিক বিভাজন প্রসঙ্গে বলেছেন, ইতিহাসের এই নির্মম সত্যকে অস্বীকার করার উপায় নেই। তারপরও আজকের রাজনীতির এই অলঙ্ঘিত দেওয়াল কীভাবে ভাঙব?
আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবিতে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির ত্রিবার্ষিক কাউন্সিলে অংশ নিয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী।
এর আগে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন।
আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এত সবের পরও বেগম জিয়ার সন্তানের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়িতে ছুটে গিয়েছিলেন সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে। ঘরের দরজা, বাইরের দরজা, গেট বন্ধ করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার মুখের ওপর। এতে অলঙ্ঘিত দেয়াল আরও উঁচুতে উঠল।’
তিনি বলেন, সেদিন যদি শেখ হাসিনা শোকাতুর মাকে সান্ত্বনা দিতে সেই গৃহে প্রবেশ করতে পারতেন, তাহলে রাজনীতিতে কর্মসম্পর্কের নতুন ইতিহাস সৃষ্টি হতে পারতো।