
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক কারো প্রেসক্রিপশন ও নির্দেশনায় চলে না। আমরা যতটুকু বুঝি সেটুকু নিয়ে কাজ করি। ক্যাসিনো কাণ্ডের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান থেমে থাকবে না।
আজ বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান ও প্রশিক্ষণ ও আইসিটি মহাপরিচালক এ কে এম সোহেল।
দুদক চেয়ারম্যান বলেন, দুদক সকল পর্যায়ের দুর্নীতিবাজদের ধরতে তৎপর রয়েছে। তবে চুনিপুটি দুর্নীতিবাজদের গ্রেপ্তারে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সাংবাদিকদের পরেই আমাদের সব থেকে বড় তথ্যের উৎস হলো হট লাইন নাম্বার ১০৬। আমাদের এই হট লাইন নাম্বারটি যেন বেশি প্রচার পায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন।
তিনি বলেন, দুদকের দুর্নীতি পেলেও আপনারা জানাবেন। আমাদেরও ভুল আছে। সিদ্ধান্তের ভুল হয়। অনেক সময় খারাপ কাজ করে ফেলি। আমরা চাই না, আমাদের কারণে নিরীহ মানুষ ভোগান্তির শিকার হোক।
ইকবাল মাহমুদ আরো বলেন, মাটি খুঁড়ে শেকড় বের করতে হবে। মাটির নিচে অনেক শেকড় থাকে সেখান থেকে মূল শেকড় বের করতে দরকার সঠিক অনুসন্ধান। আর এই সঠিক অনুসন্ধান করবে সাংবাদিকেরা। আলোচিত ক্যাসিনো কাণ্ডের প্রাথমিক সব তথ্য আমরা নিয়েছি গনমাধ্যমে প্রচারিত সংবাদ থেকে। আমাদের সকল কার্যক্রমে ঘনিষ্ঠ সহযোগী সংবাদকর্মীরা।