
অফিস খোলার দিনে সড়ক বন্ধ করলে জনদুর্ভোগ হয়, এ জন্য নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ওই নির্বাচনের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি।বিষয়টি জানতে চাইলে অনুমতি দেওয়া হয়নি জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সমাবেশের অনুমতি দেইনি। অফিস খোলার দিনে সড়ক বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাউ (অনুমোদন) করব না।’