
সরাসরি বিশ্বকাপ ক্রিকেটে খেলার পথটা নিজেদের করেই নিল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুই রেটিং পয়েন্ট ঝুড়িতে নিলেন মাশরাফি বাহিনী।
৯১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে শুরু করা বাংলাদেশের এখন পয়েন্ট হচ্ছে ৯৩। আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটে জিতে এক পয়েন্ট পেলেও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় এক পয়েন্ট হারাতে হয়। আর আজ কিউইদের হারিয়ে পূর্ণ দুই পয়েন্ট পেল বাংলাদেশ।
সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে টপকে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিয়ের ছয় নম্বরে উঠে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে ৯৩ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা রয়েছে র্যাঙ্কিয়ের ছয় নম্বরে। কিউইদের হারানোর ফলে বাংলাদেশেরও পয়েন্ট হবে ৯৩।
তবে ভগ্নাংশের হিসেবে শ্রীলঙ্কার চেয়ে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয় নম্বরে ওঠে যাবে মাশরাফির দল। যেটা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা র্যাঙ্কিং।
বিদেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে এই সেরা ওয়ানডে র্যাংকিংয়ে উঠে এলো বাংলাদেশ।
২৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৮.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ’র ব্যাটে জয়ের হাসি হাসে তামিম-সাকিবরা।