
দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করার অভিযোগে শেখ রাসেল (২০) নামে এক তরুণকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে ওই তরুণকে আদালতে হাজির করে তেজগাঁও থানার পুলিশ। শুনানি শেষে দুদিন রিমান্ডে নিয়ে শেখ রাসেলকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
ওই তরুণের নাম শেখ রাসেল (২০)। তিনি নেত্রকোনার আটপাড়া থানার মঙ্গলসিদ্ধ পূর্বপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
জানা যায়, গত ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন ও চার নম্বর গেটের মাঝ বরাবর কাঁঠালগাছে উঠে ভেতরে প্রবেশ করার সময় নিচে পড়ে যান শেখ রাসেল। এ ঘটনায় তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে ২৬ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
রিমান্ডের আবেদন বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান ঢাকার আদালতকে বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে আসামি শেখ রাসেলকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।