
জাতীয় পার্টির কাউন্সিলে চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত হওয়ার পর পার্টির ১ জন সিনিয়র কো-চেয়ারম্যান ও ৬ জন কো-চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে।
আজ রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন সাত পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হয়েছেন, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। এছাড়া কো-চেয়ারম্যান হয়েছেন এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মো. মুজিবুল হক চুন্নু এমপি এবং এ্যাড. সালমা ইসলাম এমপি।
সিনিয়র কো-চেয়ারম্যান ও কো চেয়ারম্যান পদে নতুন নির্বাচিত সাত নেতা জাতীয় পার্টির আগের কমিটিতে প্রেসিডিয়াম সদস্য পদে ছিলেন। তাদের পদোন্নতি দেয়া হয়েছে জিএম কাদের ও মসিউর রহমান রাঙ্গার কমিটিতে।