
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের বিক্ষোভে মিছিলে বাধা দিয়েছে পুলিশ
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষ করে আসম আবদুর রবের নেতৃত্বে প্রেসক্লাবের দক্ষিণ থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর গেটের সামনে গেলে পুলিশ তাদের আর সামনে এগুতে দেয়নি।
পুলিশের বাধার প্রতিবাদে আগামীকাল ফের প্রতিবাদ বিক্ষোভের ঘোষণা দিয়েছে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জেএসডি সভাপতি আসম আবদুর রব।
এর আগে সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ।
মান্না বলেন, ছাত্র আন্দোলনকে সবাই ভয় করে, এই সরকারও করছে। তাই বারবার হামলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজন এলে তারা কি বহিরাগত? এই ভবনে অভিভাবকরা যায় না? অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে না, সাধারণ ছাত্ররা যাবে না? অবশ্যই যাবে।
তিনি মুক্তিযোদ্ধা মঞ্চকে বহিরাগত বলে দাবি করে নূরের উপর মামলা প্রত্যাহারের দাবি জানান।
ডা. জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়া অনেক আগেই মুক্তি পেতেন। অভিযোগ প্রমানিত হয়নি। সাত বিচারক খালেদা জিয়ার রিপোর্ট পড়লেই অবশ্যই তাকে মুক্তি দিতেন। কিন্তু সাত বিচারক সেটা করেননি। এই কারণেই একদিন সাত বিচারককে মানুষ রাস্তায় এনে জবাব চাইবে বলেও মন্তব্য করেন তিনি।