গাইবান্ধা প্রতিনিধিঃ দীর্ঘ ৯ বছর পর র্যাবের হাতে গ্রেপ্তার হলো জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) এক স্থানীয় নেতা বাদল হানজালা (৩২)। ২০০৮ সাল থেকে তাকে খুজছিল আইনশৃংখলা বাহিনী। বুধবার দুপুরে তাকে গাইবান্ধা কেন্দ্রীয় বাসষ্টান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। তিনি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
র্যাব সুত্রে জানা গেছে, বাদল হানজালা জেএমবির একজন স্থানীয় নেতা। ২০০৮ সালে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধি আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি সে। এরপর থেকে বাদল হানজালা দাড়ি গোফ ফেলে দেশের বিভিন্ন স্থানে আতœগোপনে ছিল। তার শ্বশুরবাড়ী ফুলছড়ি উপজেলায়। সেখানে তার একটি কন্যা সন্তান রয়েছে। ওই সন্তানকে দেখার জন্য সে নারায়নগঞ্জ থেকে গাইবান্ধায় এসে র্যাবের হাতে ধরা পড়ে।