
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম
ছাত্রলীগের সাবেক নেতাদের বিভিন্ন দুর্দশার কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
বৃহস্পতিবার দেয়া তার স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো, ”ইস্ত্রি করা চকচকে কাপড় পরে সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বর্তমান পলিটিশিয়ানদের সাথে তাল মিলিয়ে, সচিব ডিজিদের স্যার ডাকতে পারেনা কেউ কেউ, কাজকরার আগেই পার্সেন্টেইজ দিতে পারেনা অনেকেই, বাসাই গিয়ে বউ এর লগে গপ্প মারে আজকেউ গনভবনে নেত্রীর সাথে দেখা করে আসলাম অথচ পাশ যে ব্যাক্তি দেয় সি কিন্তু ফোনও ধরেনি, কোনভাবে টিভিতে নিজের চেহারটা দেখানোর যুদ্ধে নব্যদের সাথে ধস্তা ধস্তিতে পেরে উঠেনা অনেকেই, সর্বস্ব বিক্রি করে হলেও ভালো থাকার অভিনয় করতে হয়, অনুপ্রবেশ কারীদের সাথে বড় নেতাদের উপঢৌকন দেওয়ার প্রতিযোগিতায় না পেড়ে উঠার কারনে কোনও মন্ত্রীর বা নেতার আস্থাভাজন হয়ে উঠতে পারেনা বর্তমানদের ব্যাপারেও নিজস্ব মতামত দিতে পারেনা যদি কেউ মাইন্ড করে উপরের মানুষগুলোর নাম সাবেক ছাত্রনেতা!!!!!!!!!
তবে বাটপার একটা শ্রেনী আছে যারা শুধু ড্রইংরুম পলিট্রিকস করে মিথ্যা ইতিহাসের আশ্রয় নিয়ে বাগিয়ে নিয়েছে অনেক কিছু
২০০৮ সালের পরে আসলে সাবেক ছাত্রনেতার সজ্ঞা টিও বদলে দিয়েছে অনেকে কোথাকার কোন বালেশ্বর সেও সাবেক ছাত্রনেতার কোটা চায় ।
কথায় আছে সময়ের অদৃষ্ট কাল বিলাই চাটে বাঘের গাল”