
অতীতে অপকর্মের রেকর্ড আছে এমন প্রার্থীকে মনোনয়ন দেবে না দল। জয়ী হতে পারবে এমন ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা বিতর্কের ঊর্ধ্বে রয়েছে, যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই তাদের আমরা প্রার্থী হিসেবে বাছাই করব। আগামীকাল সন্ধ্যা ৬টায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানেই প্রার্থী নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, মন্ত্রিসভার পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। রুটিন একটা পরিবর্তন তো হয়। নতুন বছরেও হতে পারে। কখন হবে, আমি ঠিক বলতে পারছি না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, গ্রহণযোগ্য, জনপ্রিয় ব্যক্তিকে তারা বাছাই করবেন। নতুন বছরে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে।