
গাইবান্ধা -৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সভাপতি ডাঃ ইউনুস আলী সরকার এমপি শুক্রবার ভোরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন
( ইন্না লিল্লাহি —- রাজেউন)। বিষয়টি নিশ্চত করেছেন, এমপির পিএস দিলীপ সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি রোগ ক্যান্সারে ভুগছিলেন।
ইউনুস আলী সরকার ১৫ জুন ১৯৫৩ সালে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামে জন্ম গ্রহন করেন। তিনি পেশায় এমবিবিএস ডিগ্রি অর্জন কর্মজীবন পেশায় চিকিৎসক ছিলেন। রাজনৈতিক শিক্ষা জীবনে ছাত্রলীগের সাথে যুক্ত ও ১০’ম জাতীয় সংসদের প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। ১০ম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য ইউনুস আলী সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার ইউনুস আলী সরকার ১৩২টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।
তার মৃত্যুর খবরে গাইবান্ধার মানুষের মাঝে শোকের ছায়া নেমেছে। জেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শামস-উল আলম হিরু,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী সরকার তাঁরা, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান,প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন গুলোর পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।