গাইবান্ধা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় বাজেটে কৃষকসহ গ্রামীন মজুরদের পৃথক বরাদ্দ ও সরকারের বরাদ্দ ১০ টাকা কেজি চাল বিতরনে অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা শাখা বুধবার শহরের ১নং ট্রফিক মোড়ে এক মানববন্ধন মানববন্ধন সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক ময়নুল কবির মন্ডল,কেন্দ্রীয় সদস্য হাফিজুর রহমান দুদু,কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান, প্রমূখ।
বক্তাগন বলেন গাইবান্ধা জেলায় সরকার বরাদ্দকৃত ১০টাকা কেজি চাল তালিকা প্রনয়নে স্বজনপ্রীতি ও ডিলারদের ওজনে কম দেওয়ার প্রতিবাদে সারা জেলায় আন্দোলন গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।