
বাড়ির মধ্যে উদ্ধার করা হল টেলিভিশনের জনপ্রিয় মুখ জাগি জনের মৃতদেহ। ভারতের কেরলের ওই সেলিব্রিটি শেফ তথা অভিনেত্রী জাগি জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর গুঞ্জন।
তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিগিগরই সত্যি সামনে আসবে বলে মনে করা হচ্ছে পুলিশের তরফে।
জানা যায়, কেরলের কুরাভানকোনামে মায়ের সঙ্গে থাকতেন জাগি জন। সেখান থেকে আচমকাই উদ্ধার করা হয় জাগির মৃতদেহ। তবে কীভাবে মৃত্যু হল জাগির, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
ফেসবুক, ইনস্টাগ্রামসহ সোশ্যাল সাইটগুলিতে অ্যাকাউন্ট রয়েছে জাগি জনের। সম্প্রতি তাঁর বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসে ইনস্টাগ্রামের মাধ্যমে। গত ২ দিন আগেও ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেন জাগি জন। তার মধ্যে আচমকা কীভাবে মৃত্যুহল দক্ষিণের জনপ্রিয় সেলেবের, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ। সূত্র- জি ২৪।