
সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা’র নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ইং ২১/১২/১৯ তারিখ, সময় ৫.১৫ ঘটিকায় সাব ইন্সপেক্টর মোঃ সফিউল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া একই পরিবারের ইয়াবা মাদক ব্যবসায়ী (১) মোঃ আকরামুল ইসলাম মন্জু (৪৮) পিতা- মৃত-আঃ রহমান (২), কল্পনা বেগম (৪০) স্বামী- আকরামুল ইসলাম মন্জু (৩), মোছাঃ লিপি বেগম (২৫) স্বামী-রিয়াল আহম্মেদ সর্ব-সাং-কুপতলা স্কুলের বাজার থানা ও জেলা – গাইবান্ধাদেরকে তাদের নিজ নিজ বাড়িতে তল্লাশী করিয়া মোট ৭০০ পিচ ইয়াবাসহ ধৃত করেন। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর মামলা নং- ৩৩ তারিখ ২১/১২/১৯, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ দায়ের করা হয়।