গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় পঁচা,বাসী খাবার বিক্রি বন্ধ ও ক্ষতিকারক রং-মিশ্রনসহ ভেজাল খাবার বিক্রি না করা ও স্বাস্থ্য সন্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষে সুধীজন ব্যবসায়ী মহলের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার। মতবিনিসময় সভায় বক্তব্য রাখেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শেখ সাদি, উপজেলা আওয়ামীলীগ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর মাসুদ রানা বাপ্পী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রিমন তালুকদার, পৌর সচিব আব্দুর রহিম, কাউন্সিলর সাহারুল ইসলাম, জোবাইদুর রহমান বিশা, মোখলেছ, মারুফা বেগম, পৌর স্যানেটারী ইন্সপেক্টর মামুন, বণিক সমিতির সভাপতি নাজমুল হুদা প্রধান টুকু ও উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রধান তুহিন প্রমুখ।