নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম (৩৫) নামে এক মোবাইল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
নিহত আমিনুল জেলার ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকার চক-ভবানীপুর গ্রামের সামছুল হক নিদুর ছেলে।
পত্নীতলা থানার ওসি মাজহার বলেন, ব্যবসায়িক কাজে বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন আমিনুল। রাতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ২টার দিকে এলাকার লোকজন উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডের কিছু দূরে আমিনুলকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথা ও শরীরে ধারালো অস্ত্র দ্বারা জখমের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই এক নিকট আত্নীয়ের সঙ্গে পাওনা টাকা নিয়ে ঝামেলা চলছিল বলে দাবি আমিনুলের পরিবারের।
এরই জের ধরে আমিনুলকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা ওসির।