
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও সাত খুন মামলার বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগ বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ শহরের খানপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর শহরে বিজয় র্যালি করার সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লাঞ্চিত করে। ওই সময় পুলিশ বিএনপির তিন কর্মীকে আটক করে। ওই দিন রাতে পুলিশ ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত তিনশ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে।নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শুধু ১৬ ডিসেম্বরে পুলিশি কাজে বাধা দেয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরেও এ নেতার বিরুদ্ধে মামলা রয়েছে।