
বাংলাদেশ ক্যান্সার সোসাইটি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করে। গাইবান্ধার নাট্য সংগঠন পদক্ষেপ নাট্যমঞ্চে এসব কম্বল বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন।
এ সময় অন্যান্যের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব কফিল উদ্দিন, কাজী হারুনুর রশিদ সেলিম, পৌর কাউন্সিলর মোস্তাক আহম্মেদ রঞ্জু, জিয়াউল হক কামাল, রেজাউন্নবী রাজু, মাজেদুর রহমান, ফজলে রাব্বী, মাজেদুর রহমান, জামিল উদ্দিন, আইয়ুব আলী, কাজী হুমায়ুন কবির স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এখানে ৬শ’ ৫০জন দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও বিকেলে পৌর এলাকার জুম্মাপাড়ায় মহিলা মাদ্রাসা মাঠে ক্যান্সার সোসাইটির উদ্যোগে আরও ৬শ’ ৫০জন দুস্থের মাঝে কম্বল বিতরণ করা হয়।