গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন ষড়যন্ত্রমূলক ভাবে স্থগিত করার প্রতিবাদে মঙ্গলবার বিকালে এলাকাবাসীর উদ্যোগে মানব বন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়ার বটতলা বাজার এলাকায় মানব বন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ এলাকার হাজার হাজার জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করে। এসময় উত্তেজিত জনতা অতিবিলম্বে নির্বাচনের দাবী করেন ] পরে জুমারবাড়ী- সাঘাটা উপজেলার সদর সড়কে গাছের গুড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে মথরপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, মিলন কান্ত্মি সরকার, আসাদুল ইসলাম আলম, রাজেশ প্রমুখ। বিগত ১৬ বছর পর গত ২৩ মে উক্ত ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিলো। চিনিরপটল গ্রামের রেজাউল করিম নামের এক ব্যক্তি হাইকোর্টে একটি রিটের কারণে উপজেলা নির্বাচন কমিশন ভোট স্থগিত করেন।