
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে মিছিল বের করার চেষ্টাকালে দু’জনকে আটক করেছে পুলিশ।
আজ হাইকোর্টের মাজার গেটের মূল ফটকের বিপরীত পাশে কার্জন হলের পাশে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয়ার সময় বিএনপির ২ নেতা আটক করা হয়।
আটককৃতরা হলেন, পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ পাটোয়ারী ও পল্টন থানা ছাত্রদলের সাবেক নেতা ইব্রাহিম খলিল।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়া কেন্দ্র করে যাতে কেউ নাশকতা বা অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।