
গাইবান্ধায় ৩৭ পিস ইয়াবাসহ চিহৃিত মাদক কারবারি আনোয়ার আহম্মেদ আরিফ কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জেলা কে মাদক ও জুয়ামুক্ত জেলা বাস্তবায়নে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা’র অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান নেতৃত্বে ডিবির একটি চৌকসটিম ৯ ডিসেম্বর সোমবার দুপুরের পর সাব ইন্সপেক্টর মোঃ সফিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে চিহৃিত মাদক কারবারি মোঃ আনোয়ার আহম্মেদ আরিফকে গাইবান্ধা সদর থানাধীন সাদুল্ল্যাপুর রোডপশ্চিমপাড়া হইতে ৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা নং- ১৪ তারিখ ৯/১২/১৯, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) টেবিল ১০ (ক) /৪১ দায়ের করা হয়।