এবার সরকারি অফিসে পান খাওয়া নিষিদ্ধ করেছেন ভারতের উত্তর প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই নিষেধাজ্ঞারয় বলা হয়, সরকারি অফিসে পান, পান মশলা, গুটখা খাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। উত্তর প্রদেশের লক্ষ্মৌতে মুখ্যমন্ত্রীর পুরাতন অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই আদেশ জারি করেন। এছাড়া স্কুল, কলেজ, হাসপাতালেও তামাকজাত দ্রব্য এবং পান ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।
এনডিটিভি বলছে, উত্তরপ্রদেশের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী সকালে অ্যানেক্স বিল্ডিংয়ের প্রত্যেকটি তলায় গিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। ঠিক এসময় তার নজরে আসে ওই ভবনের বিভিন্ন দেওয়ালে পান মশলা, গুটখার দাগ। এরপরই পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে তিনি সরকারি কর্মকর্তাদের অফিস সময়ে পান, পান মশলা ও গুটখা খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
কেশব প্রসাদ মৌর্য বলেন, সরকারি অফিসে পান মশলা ও গুটখা না খেতে ‘পরামর্শ’ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে বুধবারই বিজেপির নির্বাচনী ইস্তেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এক নির্দেশে বলেন, শিগগিরই রাজ্যের বিভিন্ন কসাইখানা বন্ধ করে দেওয়া হবে।