
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আদালত খালেদা জিয়ার জামিন না দিলে সরকারের কিছু করার নেই। বিএনপির আন্দোলন কি সরকারের বিরুদ্ধে? আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক সংগঠিত। অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে।
আজ সকালে হাইকোর্ট সংলগ্ন তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তো সরকার আটকে রাখেনি তাহলে বিএনপির আন্দোলন করবে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে? আদালত যদি জামিন না দেয় সেখানে তো সরকারের কিছু করার নেই। যদি আন্দোলন করতে চায় তাহলে জনগণ সেটা প্রতিহত করবে।
রাজনীতির মাঠ অশান্ত হয়ে গেলে আওয়ামী লীগের ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতির মাঠ অশান্ত হবে না। কারণ, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জ্বালাও-পোড়াও করতে চায়; তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী শেখ হাসিনার নেতৃত্বে। পূর্বের ন্যায় জ্বালাও-পোড়াও করে তাহলে জনগণ তাদের বিচার করবে।